সালেক খোকন
লেখক ও গবেষক।
সালেক খোকনের জন্ম ঢাকায়। পৈতৃক ভিটে ঢাকার বাড্ডা থানাধীন বড় বেরাইদে। কিন্তু তাঁর শৈশব ও কৈশোর কেটেছে ঢাকার কাফরুলে। ঢাকা শহরেই বেড়ে ওঠা, শিক্ষা ও কর্মজীবন। ম্যানেজমেন্টে স্নাতকোত্তর। ছোটবেলা থেকেই ঝোঁক সংস্কৃতির প্রতি। নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত। যুক্ত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র ও থিয়েটারের সঙ্গেও।।
তাঁর রচিত ‘যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য’ গ্রন্থটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক মৌলিক গবেষণা গ্রন্থ হিসেবে ‘কালি ও কলম’পুরস্কার এবং ‘৭১-এর আকরগ্রন্থ’ বইটির জন্য মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণায় মননশীল শাখায় ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার-২০২১’ অর্জন করেন।
মুক্তিযুদ্ধ, আদিবাসী ও ভ্রমণবিষয়ক লেখায় আগ্রহ বেশি। নিয়মিত লিখছেন দেশের প্রথম সারির দৈনিক, সাপ্তাহিক, ব্লগ এবং অনলাইন পত্রিকায়।
লেখার পাশাপাশি আলোকচিত্রে নানা ঘটনা তুলে আনতে ‘পাঠশালা’ ও ‘কাউন্টার ফটো’ থেকে সমাপ্ত করেছেন ফটোগ্রাফির বিশেষ কোর্স।
স্বপ্ন দেখেন মুক্তিযুদ্ধ, আদিবাসী এবং দেশের কৃষ্টি নিয়ে ভিন্ন ধরনের তথ্য ও গবেষণামূলক কাজ করার।
সহধর্মিণী তানিয়া আক্তার মিমি এবং দুই মেয়ে পৃথা প্রণোদনা ও আদিবা।
পুরস্কার ও স্বীকৃতি :
তাঁর রচিত ‘৭১-এর আকরগ্রন্থ’ বইটির জন্য মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণায় মননশীল শাখায় তিনি ‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার-২০২১’ অর্জন করেন।
তাঁর রচিত ‘যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য’ গ্রন্থটি ২০১৫ সালে তরুণ লেখক ও কবি ‘কালি ও কলম’ পুরস্কার লাভ করে। ইউরোপীয় ইউনিয়ন, প্ল্যান বাংলাদেশ, সিবিএম ইন্টারন্যাশনাল, একশন এইড্ বাংলাদেশ এর সহযোগিতায় আইআইএসবি আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতায় ২০১৩ সালে তিনি দ্বিতীয় পুরস্কার অর্জন করেন।
প্রকাশিত বইয়ের সংখ্যা :
সালেক খোকন-এর প্রকাশিত বই ৩৪টি। মুক্তিযুদ্ধবিষয়ক বই ১৪টি, আদিবাসীবিষয়ক বই ১৪টি, ভ্রমণবিষয়ক বই ০১টি এবং শিশুতোষ বই ৫টি।
বইগুলোর নাম ও লিংক:
আদিবাসী জীবনকথা (কথাপ্রকাশ; জুন ২০২৪), অপারেশন কিলোফ্লাইট (শৈশবপ্রকাশ; ফেব্রুয়ারি ২০২৪), ১৯৭১: খেতাবপ্রাপ্ত ত্রিশ বীর (কথাপ্রকাশ; ফেব্রুয়ারি ২০২৪), পাখির গল্প ও বাঘিনীর বিয়ে (শৈশবপ্রকাশ; ফেব্রুয়ারি ২০২৪), নদী মা (ইকরিমিকরি; ফেব্রুয়ারি ২০২৩), আদিবাসী উৎসবকথা (কথাপ্রকাশ; ফেব্রুয়ারি ২০২৩), একাত্তরের গল্পগাথা (বেঙ্গল পাবলিকেশন্স; ডিসেম্বর ২০২২), বীরত্বে একাত্তর (কথাপ্রকাশ; ডিসেম্বর ২০২২), চন্দ্র কেন কম আলো দেয় সূর্য কেন বেশি (শৈশব প্রকাশ; ফেব্রুয়ারি ২০২২), আদিবাসী লোককথা (বেঙ্গল পাবলিকেশনস; ফেব্রুয়ারি ২০২২), সমতলের বারো জাতি ( কথাপ্রকাশ; ফেব্রুয়ারি ২০২২), ১৯৭১: বিজয়ের গৌরবগাথা ( কথাপ্রকাশ; ডিসেম্বর ২০২১), ৭১-এর আকরগ্রন্থ ( কথাপ্রকাশ; মার্চ ২০২১), অপরাজেয় একাত্তর ( পেন্সিল পাবলিকেশন্স; ডিসেম্বর ২০২০), ১৯৭১: রক্ত, মাটি ও বীরের গদ্য (কথাপ্রকাশ; ফেব্রুয়ারি ২০২০), দেশে বেড়াই (কথাপ্রকাশ; ফেব্রুয়ারি ২০২০), ১৯৭১: যাঁদের ত্যাগে এলো স্বাধীনতা ( কথাপ্রকাশ; ফেব্রুয়ারি ২০১৯), বিদ্রোহ-সংগ্রামে আদিবাসী (কথাপ্রকাশ; ফেব্রুয়ারি ২০১৯), রক্তে রাঙা একাত্তর ( পাঞ্জেরী পাবলিকেশন্স; ফেব্রুয়ারি ২০১৯), ১৯৭১: রক্তমাখা যুদ্ধকথা ( সময় প্রকাশন; ফেব্রুয়ারি ২০১৮), আদিবাসী বিয়েকথা (কথাপ্রকাশ; ফেব্রুয়ারি ২০১৮), চন্দন পাহাড়ে ( ইকরিমিকরি; ফেব্রুয়ারি ২০১৮), যুদ্ধাহতের ভাষ্য (কথাপ্রকাশ; ফেব্রুয়ারি ২০১৮), ১৯৭১: যাঁদের রক্তে সিক্ত এই মাটি ( বেঙ্গল পাবলিকেশনস; ফেব্রুয়ারি ২০১৭), আদিবাসী পুরাণ (২০১৭), ১৯৭১: যুদ্ধাহতের বয়ান (২০১৬) , ‘ভিন্ন জাতির লোকজ উৎসব (২০১৬), বাংলাদেশের আদিবাসী ‘কড়া জাতি’(২০১৫), যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য (২০১৫, কথাপ্রকাশ সংস্করণ-২০২০), আদিবাসী উৎসব (২০১৫), আদিবাসী জীবনগাথা (২০১৪),কালপ্রবাহে আদিবাসী (২০১৩), সাংস্কৃতিক বৈচিত্র্যে আদিবাসী (২০১২) ও আদিবাসী মিথ এবং অন্যান্য (২০১১)।
Salekkhokon অ্যাপ:
অ্যানড্রোয়েড ফোনে গুগল প্লেস্টোর থেকে বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন অথবা নিচের কিউআর কোড ব্যবহার করুন।
স্যোসাল মিডিয়ায় সালেক খোকন :
যোগাযোগ :
মুঠোফোন : ০১৭৬৬৫৩৮৮৮৩
ই-মেইল : contact@salekkhokon.net