সাংস্কৃতিক বৈচিত্র্যে আদিবাসী : অনুসন্ধিসু পাঠকের জন্য একটি অনন্য বই
– স্বকৃত নোমান
একটি জাতিকে চেনার উপায় তার সংস্কৃতি। কোনো জাতি তার নিজস্ব সংস্কৃতির চর্চা অব্যাহত না রাখলে আসে জাতিগত সংকট। বাংলাদেশের আনাচে-কানাচে বসবাস করছেন নানা জাতিগোষ্ঠির মানুষ। আদিবাসীরাও এর অন্তর্ভুক্ত। তাঁদের রয়েছে হাজার বছরের ঐতিহ্যে লালিত নিজস্ব সংস্কৃতি। সংখ্যাগরিষ্ঠ আগ্রাসী সংস্কৃতি তা বিপন্ন করে দিতে চায়। কিন্তু শত বাধা-বিপত্তি সত্ত্বেও আদিবাসীরা ধরে রেখেছেন নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য। বজায় রেখেছেন স্বকীয়তা। আদিবাসী-গবেষক সালেক খোকন নিংড়ে বের করে এনেছেন তাঁদের বিচিত্র সব সংস্কৃতি। কখনো গল্পের ছলে, কখনো-বা প্রতিবেদন হিসেবে আর কখনো-বা নিরেট বর্ণনায় তুলে ধরেন গারো, কড়া, হাজং, ভুনজার, সাঁওতাল, মুশহর, মুন্ডা, ওরাও, রাখাইন, তুরি ও মাহালিদের জীবনের নানা চিত্র। তাঁদের জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না, ঘাত-প্রতিঘাত, বঞ্ছনা-লাঞ্ছনা আর নিপীড়নের কথা উঠে আসে তাঁর সাবলীল গদ্যে। তাঁদের ধর্মীয় ও দৈনন্দিন নানা আচার, অনুষ্ঠান, উৎসব, রূপকথা, লোক-ধাঁধা, অস্তিত্বের লড়াই ও বীরত্বের কাহিনীসহ সংস্কৃতির নানা বৈচিত্র্য স্বতস্ফূর্তভাবে বেরিয়ে আসে তার জাদুকলমে। ‘সাংস্কৃতিক বৈচিত্র্যে আদিবাসী’ অনুসন্ধিসু পাঠকের জন্য একটি অনন্য বই। গবেষণা-সাহিত্যে একটি উল্লেখযোগ্য সংযোজন।
বইটি প্রকাশিত হচ্ছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে । আসছে একুশে বই মেলায় বইটি পাওয়া যাবে ইত্যাদির স্টলে ।
ইত্যাদি গ্রন্থ প্রকাশ
। ৩৮/৩ বাংলা বাজার, ঢাকা – ১১০০
। ittadisutrapat@yahoo.com
। ৭১২৪৭৬০, ০১৭১৫ ৪২৮২১০, ০১৭১২ ২৩৫৩৪২
প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০১২
প্রচ্ছদ : নিয়াজ চোধুরী তুলি
মূল্য : ২০০ টাকা
© 2011 – 2018, https:.