কয়েকটি অপেক্ষার গল্প
বইয়ের নাম :- কয়েকটি অপেক্ষার গল্প
লেখক :- শেরিফ আল সায়ার
প্রচ্ছদ :- শিবু কুমার শীল
প্রকাশক :- আদর্শ প্রকাশনী, অমর একুশে গ্রন্থমেলা, স্টল নং- ৯৭
বইয়ের কথা : মোট দশটি গল্প আছে এ গ্রন্থে। গল্প শেষ করার প্রবণতা কম শেরিফের। পাঠক যেন তার আত্মীয়। পাঠকই বুঝে নেবে তারা আসলে নিজেদের গল্প পড়ছেন। মিষ্টগদ্যে সিধা কাহিনীর জটিল আবেগ, এ পথেই হেঁটেছেন লেখক। গল্পে মৃত্যুর দিকে জিজ্ঞাসার আঙ্গুল তুলেছেন শেরিফ। রয়েছে আবেগ আর সংসারের কাহন। রয়েছে বেদনার জ্ঞান অর্জন আর প্রাপ্তির ক্ষরণ। যা কিছু পাওয়ার সম্ভাবনা থাকে তা হারায় গল্পের চরিত্ররা। আর যা কিছু পায় তারা, তখন আবার দিশা যায় হারায়ে। এমন জীবনের তালাশে নেমেছেন লেখক। মধ্যবিত্ত ঘরে থাকতে চায় না আবার বাহির তার আপনার হয় না। ঘর-বাহিরহীন মধ্যবিত্ত সংকট উতরায়ে যাবে কোন বলে। লেখকের স্বরে সেই জিজ্ঞাসা। রাজনীতির খোঁজে তার গল্পের চরিত্র একদিন ঢাকা শহর হেঁটে বেড়ায়। রাজনীতির মর্গে অনেক অপরিচিতি। চেনা সময়ের অলি-গলি খুঁজে লেখক বুঝে নিয়েছেন ‘লাইফ ইজ অ্যাবসার্ড’।
© 2012 – 2018, https:.