সুব্রত কুমার দাস এর বই
জাপান প্রবাস ও সেকালের বাংল সংবাদপত্রে জাপান
লেখক : সুব্রত কুমার দাস
প্রচ্ছদ : মুস্তাফিজ কারিগর ও সঞ্জয় দে রিপন
প্রকাশনী : দিব্যপ্রকাশ ও নবযুগ
বই দু’টির কথা : বাংলা-জাপান সম্পর্কের সুদীর্ঘ ইতিহাস বাঙালির কাছে এখনও অস্পষ্ট। গভীর অনুসন্ধানে আজ এটি প্রমাণিত যে, উনবিংশ শতাব্দীর আগে শতাব্দীকালেরও বেশি সময় ধরে জাপানের সাথে বাঙালির সম্পর্ক ছিল। জাপান-বাংলা সম্পর্কে আগ্রহী গবেষক সুব্রত কুমার দাস সম্পাদিত মন্মথনাথ ঘোষের জাপান প্রবাস ও সেকালের বাংলা সাময়িকপত্রে জাপান গ্রন্থদুটির প্রকাশ সে সম্পর্ক উন্মোচনে ভূমিকা রাখবে বলে আশা করা যায়।বইয়ের নাম :- রবীন্দ্রনাথ: কম-জানা, অজানা
লেখক :- সুব্রত কুমার দাস
প্রচ্ছদ :- মোস্তাফিজ কারিগর
বইয়ের কথা : রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তির পর পৃথিবীর বিভিন্ন দেশের পত্রপত্রিকায় তাঁর জীবন ও সাহিত্য নিয়ে বিপুল যে প্রচারণা হয়েছিল, সে সবের খুব সামান্য অংশই সেকালে জানা সম্ভব হয়েছিল। ক্রমে ক্রমে উন্মোচিত রবীন্দ্রনাথের সকল জীবনীতেই অনুচ্চারিত, অবহেলিত প্রাচীন তেমন সব তথ্যকে এক মলাটে আনতে এই বই।
© 2012 – 2018, https:.