স্বকৃত নোমানের বেগানা
বইয়ের নাম :- বেগানা
লেখক :- স্বকৃত নোমান
প্রচ্ছদ :- ধ্রুব এষ
প্রকাশক :- বিদ্যাপ্রকাশ
মূল্য :- ২০০/-
বেগানা : রোহিঙ্গা জাতিকে নিয়ে উপন্যাস
মিয়ানমারের আরাকান থেকে বিতাড়িত বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে কথাসাহিত্যিক স্বকৃত নোমান-এর এবারের উপন্যাস ‘বেগানা’। দেশহীন, ভিটেমাটিহীন, উদ্বাস্তু, উন্মূল একটা জাতিগোষ্ঠী রোহিঙ্গা। আরাকানে মগ-রাখাইন গোষ্ঠীর প্রাধান্য প্রতিষ্ঠার জন্য রোহিঙ্গাদের উপর চলে রাষ্ট্রীয় নিপীড়ন। ধর্মীয় ভেদাভেদ আর জাতিগত বিদ্বেষে বিপর্যস্ত এই জাতিকে পূর্বপুরুষের বসতভিটা থেকে উচ্ছেদ করে প্রত্যাবাসন করা হয় রাখাইনদের। চলে লুণ্ঠন, অপহরণ, ধর্ষণ, হত্যা এবং গুঁড়িয়ে দেয়া হয় তাদের উপাসনালয়গুলো। দমন-পীড়নে অতিষ্ঠ হয়ে গত শতকের শেষের দিকে রোহিঙ্গাদের একটি কাফেলা একখন্ড শান্তির আশায় এক অনাবিল সুখকর ভবিষ্যতের স্বপ্ন বুকে নিয়ে দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে আর নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে আসে। কিন্তু এখানে এসে তাদের স্বপ্ন ভঙ্গ হয়, শান্তির নাগাল পায় না তারা। এখানেও শিকার হয় বঞ্ছনা, লাঞ্ছনা এবং জাতিগত বিদ্বেষের। প্রকৃতার্থে ‘বেগানা’য় একটি মানবিক কাহিনী। লেখক তাঁর দক্ষ হাতে এঁকেছেন একটি নিরন্ন, অসহায়, বঞ্ছিত জাতির সুখ-দুঃখ, আশা-হতাশা, প্রেম-অপ্রেম স্বপ্ন ও স্বপ্নভঙের ইতিবৃত্ত। ব্যক্ত করেছেন সর্বমানবের সম্মিলিত সঙ্গীত-উৎসবে সমস্ত পৃথিবী মুখরিত হওয়ার আশাবাদ। বলেছেন, সকল মানবের কণ্ঠে ধ্বনিত হোক মহামতি বুদ্ধের পবিত্র বাণী : ‘অহিংসা পরমধর্ম, জীবহত্যা মহাপাপ।’
© 2012 – 2018, https:.