বইটির নাম নারী বিরোধী মিডিয়া
বইয়ের নামঃ নারী বিরোধী মিডিয়া
লেখক : জব্বার হোসেন
প্রকাশনী : পার্ল পাবলিকেশন্স
প্রচ্ছদ শিল্পীর নাম : ধ্রব এষ
মূল্য : ১৫০ টাকা
লেখকের কথা :
কোন চিন্তা থেকে বইটি লিখেছেন ?
বইটির নাম নারী বিরোধী মিডিয়া। আমাদের মিডিয়া কখনো কখনো প্রচন্ড পুরুষ আচরন করে। পুরষতান্ত্রিকতায় ভোগে। ভোগায় নারীদের। এই দুর্ভোগটি আহত করে আমাকে। যদি বিশ্বাস করি সমতায়, সমানাধিকারে, তবে এর প্রতিবাদ করা উচিৎ প্রত্যেকেরই। মিডিয়া উদার হোক, আধুনিক হোক, সমতায় বিশ্বাস করুক, নারীদের পুজির স্বার্থে পন্য না করুক। এই চিন্তা থেকেই বইটি লেখা।
কিভাবে লিখেছেন ?
আমার লেখার বিষয় চারপাশ। গনমাধ্যমে কাজ করছি দীর্ঘদিন। সাংবাদিকতার অভিজ্ঞতা অনেকদিনের। এই অনেকদিনের অভিজ্ঞতাগুলোই এক করেছি। চারপাশে যা দেখেছি, নারীদের যেভাবে দেখেছি, সম্পাদকদের কক্ষ থেকে শুরু করে রিপোর্টারের কম্পিউটারে হেনস্থা হতে, হয়রানী হতে সেসবই লিখেছি। আমরা বলি কিন্তু বিশ্বাস করিনা সমতায়। এখনো, গনমাধ্যম বানিজ্যিক কারণে, মেয়েদের ভাবি পণ্য, যৌনবস্তু, এক ধরনের উত্তেজনা যা আমাদের পত্রিকা বিক্রি করতে সহায়তা করবে। এমন বিষয় আর ঘটনাগুলোর সমালোচনাই এই বই।
কেনো পাঠক বইটি পড়বে ?
যদি সত্যিকার আধুনিক মানুষ বলে কোন পাঠক নিজেকে ভাবে তবে সে সমতায় বিশ্বাস করবে। নারী বা পুরুষ ভিন্ন কিছু নয়। আমার কাছে একই- মানুষ। আমি নিজেকেও কখনো পুরুষ মনে করি না। প্রচলিত অর্থে যে পুরুষ সেই পুরষ আমি নই। আমি একজন মানবিক মানুষ। আমার ধর্ম মানবতাবাদ। যে পাঠক বেদনার্ত হন বৈষম্যে সে পাঠক বইটি পাঠ করবেন নতুন দিনের নতুন গ্রন্থ মনে করে। বইটি আসলে কোন সাধারন বই নয়। মানবতাবাদের, বৈষম্যহীনতার পাঠ।
জব্বার হোসেন : সম্পাদক, সাপ্তাহিক কাগজ
© 2012 – 2018, https:.