কালপ্রবাহে আদিবাসী
বাংলাদেশে বসবাস করছে নানা জাতিগোষ্ঠীর মানুষ। আদিবাসীরাও এর অন্তর্ভুক্ত। এদের রয়েছে হাজার বছরের ঐতিহ্যে লালিত নিজস্ব আচার ও সংস্কৃতি। কালের বিবর্তনে এ আদিবাসীরাই আজ সংখ্যালঘু। সংখ্যাগুরুদের প্রভাব ও নিপীড়নে তাদের অস্তিত্বই সঙ্কটাপন্ন। ফলে লুপ্ত হচ্ছে তারা এবং তাদের ভাষা ও আচার। শুধু তাই নয়, সংখ্যাগুরুর আগ্রাসী সংস্কৃতিও বিপন্ন করে তুলেছে তাঁদের সংস্কৃতিকে।
কিন্তু শত বাধা-বিপত্তি সত্ত্বেও এদেশের আদিবাসীরা টিকে থাকার সংগ্রাম করছেন অবিরত। কালের প্রবাহেও তারা বজায় রেখেছেন তাঁদের আদিবাসী স্বকীয়তাকে।
লেখক নিরন্তর গবেষণার মাধ্যমে নিঙড়ে বের করে এনেছেন আদিবাসীদের নানা বিষয়গুলো। কখনো ভ্রমণকথার ছলে, কখনো বা গল্পের ছলে তিনি তুলে ধরেছেন গোড়াৎ, পাহাড়িয়া, মাহাতো, ডালু, লোহার, কড়া, হাজং, গারো, সাঁওতাল ও মাহালিদের জীবনের নানা চিত্র। পাশাপাশি তিনি ঝরঝরে গদ্যে তুলে এনেছেন তাঁদের আচার-অনুষ্ঠান, বসন-ভূষণ, জীবন যাপন পদ্ধতি, উৎসব, মিথ, উপকথা, রূপকথা ও সংগ্রামের কাহিনীসহ নানা বিষয়।
‘কালপ্রবাহে আদিবাসী ’ অনুসন্ধিৎসু পাঠকের জন্য একটি অনন্য বই। গবেষণা-সাহিত্যে একটি উল্লেখযোগ্য সংযোজন।
বইটির পেছনের গদ্য :
বছর পাঁচেক আগের কথা। একদিন দিনাজপুরের সীমান্তবর্তী এক আদিবাসী পাড়ায় গিয়ে বেশ অবাক হই। পূর্বপুরুষদের জাতধর্ম বুকে নিয়ে সেখানে কোনরকম টিকে আছে একটি সম্প্রদায়। আদিবাসী এ সম্প্রদায়টির নাম ‘কড়া’। খোঁজ নিয়ে জানলাম এদেশে এটিই কড়াদের একমাত্র পাড়া। টিকে আছে মাত্র ১৯টি পরিবার। ভাবা যায়, এ দেশ থেকে নিঃশব্দে হারিয়ে যাচ্ছে একটি জাতি। হারিয়ে যাচ্ছে একটি ভাষা, সংস্কৃতি আর জাতির আচারগুলো। মূলত কড়াদের দলবদ্ধতা, সততা, পরিশ্রম আর সরলতায় আমি মুগ্ধ হই। কড়াদের টিকিয়ে রাখতেই আদিবাসী বিষয়ে কলম ধরা শুরু।
আদিবাসীরাই পৃথিবীর নানা ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারক ও বাহক। আদিবাসীদের প্রাচীন ও ঐতিহ্যগত জ্ঞান বিশ্বের অমূল্য সম্পদ, যা মানবসমাজকে স্মরণাতীতকাল থেকে সমৃদ্ধ করেছে। তা সত্ত্বেও এদেশে আদিবাসী জনগণ নানামুখী শোষণ, বৈষম্য, প্রান্তিকতা, অতিদরিদ্রতা ও দ্বন্দ্ব-সংঘাতের শিকার হচ্ছে। অনেক আদিবাসী তাদের স্বতঃসিদ্ধ ভূমি থেকে উচ্ছেদ হয়ে যাচ্ছে। আদিবাসীদের এ বিষয়গুলো আমাকে প্রবলভাবে স্পর্শ করে।
আদিবাসী বিষয়ে তথ্য সংগ্রহের জন্য এ বছর ঘুরে বেড়িয়েছি রাজশাহী, ময়মনসিংহ, দিনাজপুর, নেত্রকোনার গোড়াৎ, পাহাড়িয়া, মাহাতো, ডালু, লোহার, কড়া, হাজং, গারো, সাঁওতাল ও মাহালি সম্প্রদায়ের আদিবাসী গ্রামগুলোতে। দিনের পর দিন খুব কাছ থেকে দেখেছি এ অঞ্চলের আদিবাসীদের জীবনধারা, উৎসব, নিজস্ব প্রথা, লোকবিশ্বাস, রীতিনীতি, প্রতিবাদ আর বিশ্বাসের নানা লোকাচারগুলো। আদিবাসী ভাষা, পুরাণ, মিথ, রূপকথা, উপকথা ও বিদ্রোহের কাহিনি রেকর্ড করেছি শতায়ু বয়সী আদিবাসীর ভাষ্য থেকে। বইটিতে সেসব কথাই উপস্থাপন করা হয়েছে সরল গদ্যে, একেবারে গল্পের মতো করে।
প্রকাশক : ইত্যাদি গ্রন্থ প্রকাশ
মূল্য : ২০০ টাকা।
ফোন : ০১৭১৫৪২৮২১০
ঘরে বসেই বই কিনতে ফেস বুকে অর্ডার করুন : click here
এছাড়া অর্ডার করতে পারেন : রকমারি.কমে, ফোন- ১৬২৯৭ অথবা ০১৫ ১৯৫২ ১৯৭১
অনলাইনে অর্ডার করতে : www.rokomari.com
বইটি নিয়ে মন্তব্য প্রকাশ :
কানাডার নতুনদেশ >
জলভূমি
ইত্তেফাক ৮ ফেব্রুয়ারি ২০১৩ >
মানবজমিন ৭ ফেব্রুয়ারি ২০১৩ >
ডেসটিনি ৭ ফেব্রুয়ারি ২০১৩ >
কালেরকন্ঠ ৬ ফেব্রুয়ারি ২০১৩
পরিবর্তন.কম >
ঢাকা টাইমস২৪.কম >
চর্তুমাত্রিক ব্লগে >
ইউকে বিডিনিউজ >
© 2013 – 2018, https:.