যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য
প্রচ্ছদ : নিয়াজ চৌধুরী তুলি
প্রকাশক : ইত্যাদি গ্রন্থ প্রকাশ (বইমেলায় স্টল নং-৩৭,৩৮,৩৯)
বইটির মূল্য : ২৫০ টাকা
মুক্তিযুদ্ধ বাঙালির হাজার বছরের ইতিহাসে প্রধান ঘটনা। মুক্তিযুদ্ধের ইতিহাস গভীর আত্মত্যাগ, অবিশ্বাস্য সাহস, বীরত্ব এবং বিশাল এক অর্জনের ইতিহাস। যখন কেউ এই ইতিহাসের কথা জানবেন, তখন যাঁরা এ স্বাধীনতা এনেছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের কথা ভেবে গর্বে তার বুক ভরে উঠবে। মুক্তিযোদ্ধাদের মধ্যে যাঁরা গুলিবিদ্ধ হয়েছেন কিংবা স্বাধীনতার জন্য হারিয়েছেন নিজের অঙ্গটি তেমনি ১৪জন প্রান্তিক যুদ্ধাহত মুক্তিযোদ্ধার জীবনের শ্রেষ্ঠ ও বিস্ময়কর অভিজ্ঞতার বর্ণনা তুলে ধরা হয়েছে এ গ্রন্থটিতে।
পাশাপাশি লেখক তাঁদের ভাষ্য থেকে বের করে এনেছেন দেশের প্রতি তাঁদের ভালোবাসা, কষ্টের অনুভূতি ও পরবর্তী প্রজম্মের প্রতি আশাবাদ আর স্বপ্নগুলোকে। গ্রন্থটিতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাষ্য থেকে তুলে আনা হয়েছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, মুক্তিযোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের রক্তাক্ত কাহিনি, পাকিস্তানি সেনা ও রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর অত্যাচার এবং মুক্তিযুদ্ধের নানা ঘটনাপ্রবাহ। পাশাপাশি যুদ্ধাহতরা অকপটে তুলে ধরেছেন স্বাধীনতাপ্রাপ্তির পরের দেশ নিয়ে তাঁদের ভাবনাগুলোকে। উঠে এসেছে তাঁদের বেঁচে থাকার লড়াইয়ের কথা, সাধারণ ক্ষমা, বঙ্গবন্ধুর হত্যাকান্ড, দালাল আইন বাতিল হওয়া, স্বাধীন দেশে রাজাকারদের রাষ্ট্রপতি ও মন্ত্রী বনে যাওয়া, যুদ্ধাপরাধীদের বিচার, মুক্তিযুদ্ধের পক্ষে তরুণ প্রজন্মের জেগে ওঠা এবং তাদের প্রত্যাশিত বাংলাদেশের কথাগুলো। প্রায় প্রত্যেক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অকাট্য আশাবাদ ব্যক্ত করেছেন পরবর্তী প্রজম্মের প্রতি। দেশ নিয়ে তাঁরা তাঁদের স্বপ্নের কথাগুলোও বলেছেন তাদের উদ্দেশেই। গ্রন্থটিতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেসব কথা উপস্থাপন করা হয়েছে সরল গদ্যে, একেবারে গল্পের মতো করে।
মুক্তিযুদ্ধে যাঁরা গুলিবিদ্ধ হয়েছেন কিংবা স্বাধীনতার জন্য হারিয়েছেন নিজের অঙ্গটি তাঁদের জীবনের শ্রেষ্ঠ ও বিস্ময়কর অভিজ্ঞতার কথা নিয়ে গত দু’বছরে প্রকাশিত হয়েছে দুটি গ্রন্থ-রক্তে রাঙা একাত্তর ও যুদ্ধাহতের ভাষ্য। তারই ধারাবাহিকতায় এবার প্রকাশিত হচ্ছে যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য গ্রন্থটি।
‘যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য’ গ্রন্থটিতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বয়ান, আলোকচিত্র ও গুরুত্বপূর্ণ প্রামাণ্যগুলো মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে অনন্য ভূমিকা রাখবে।
ঘরে বসে বইটি পেতে > ক্লিক করুন
বইটি নিয়ে সংবাদপত্র বা অনলাইন পত্রিকার সংবাদ:
০১। কালেরকন্ঠের নতুন বইয়ের তালিকায়, প্রকাশকাল:৩০ জানুয়ারি ২০১৫
০২। বাংলা ট্রিবিউনের সংবাদ, প্রকাশকাল: ১৪ ফেব্রুয়ারি ২০১৫
০৩। বাংলানিউজ২৪.কমের প্রতিবেদন, প্রকাশকাল: ১৫ ফেব্রুয়ারি ২০১৫
০৪। দি রির্পোট২৪.কমের সংবাদ, প্রকাশকাল: ১৬ ফেব্রুয়ারি ২০১৫
০৫। আমাদেরসময়.কমে-ইন্টারভিউ,প্রকাশকাল: ১৬ ফেব্রুয়ারি ২০১৫
০৬। বিডিনিউজ২৪.কমের আর্টসে প্রকাশিত সংবাদ: প্রকাশকাল ২ মার্চ ২০১৫
© 2015 – 2018, https:.