ভিন্ন জাতির লোকজ উৎসব
প্রকাশক: ইত্যাদি গ্রন্থ প্রকাশ (বইমেলায় স্টল নং-৩২৯-৩৩২)
প্রচ্ছদ : ধ্রুব এষ।
মূল্য : ১৭৫ টাকা।
বাঙালি ছাড়াও এদেশে বসবাস করছে নানা জাতির নানা মানুষেরা। ভিন্ন এঁদের ভাষা, ভিন্ন এঁদের সংস্কৃতি। এ জাতিগুলোর মধ্যে প্রচলিত রয়েছে নানা ধরণের লোকজ উৎসবের। যার মাধ্যমে তাঁদের বৈচিত্র্যময় স্বতন্ত্র সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। উৎসবগুলোতে তাঁদের দলীয় নৃত্য-গান আর নানা লোকাচারের মধ্য দিয়ে পরিচয় মিলে তাঁদের একতা ও শৃঙ্খলাবোধ, সরলতা, মানবিকতা, বীরত্ব আর আত্মত্যাগের গুণাবলীগুলো। যা শিশু-কিশোরদের মানবিকতার বিকাশসহ তাদের ভাবনার জগতকে আরও আন্দোলিত করবে।
দীর্ঘ দশ বছর যাবত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনযাপন, ভাষা ও সংস্কৃতি নিয়ে কাজের অভিজ্ঞতায় রচিত লেখকের গ্রন্থগুলো ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়সহ একশন এইড্ বাংলাদেশ, সিবিএম ইন্টারন্যাশনাল, প্লান বাংলাদেশ কর্তৃক প্রশংসিত হয়েছে।
এ গ্রন্থটিতে লেখক শিশু-কিশোরদের জন্য সরলগদ্যে তাদের উপযোগী করে তুলে ধরেছেন চাকমা, মারমা, গারো, হাজং, সাঁওতাল, ওরাওঁ, রাখাইন, মণিপুরী, তুরি, কড়া প্রভৃতি নৃ গোষ্ঠীর প্রধান প্রধান লোকজ উৎসবের আদ্যোপান্ত। যা শিশু-কিশোরদের জ্ঞানের পরিধিকে আরও প্রসারিত করবে।
© 2016 – 2018, https:.