১৯৭১: যুদ্ধাহতের বয়ান
বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাদের পরম গর্ব, বীরত্ব আর অর্জনের ইতিহাস। মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের একটি বড় অংশ ছিল প্রত্যন্ত এলাকা থেকে আসা সাধারণ মানুষ। যাঁদের ছিল না যুদ্ধের কোনো পূর্ব-অভিজ্ঞতা। সংগ্রহ করা পুরোনো হাতিয়ার, সামান্য ট্রেনিং, পরিচিত ভূমি আর গণমানুষের উৎসাহ ও সহযোগিতাকে পুঁজি করেই তাঁরা যুদ্ধ করেছিলেন আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে। যুদ্ধ শেষে তাঁরা আবার ফিরে গেছেন নিজ ভুবনে। মুক্তিযোদ্ধা পরিচয়টিই তাঁদের কাছে সর্বোচ্চ পাওয়া।
১৯৭১-এর মুক্তিযুদ্ধে যাঁরা গুলিবিদ্ধ হয়েছেন কিংবা দেশের স্বাধীনতার জন্য হারিয়েছেন নিজের অঙ্গটি তেমনি ১৭জন প্রান্তিক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তাঁদের জীবনের দুঃসাহসিক যুদ্ধ-অভিজ্ঞতার কথা বলেছেন ১৯৭১: যুদ্ধাহতের বয়ান গ্রন্থটিতে। যুদ্ধাহতের আলোকচিত্র, তাঁদের কাছ থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ প্রামাণ্যগুলোও সন্নিবেশিত করা হয়েছে এ গ্রন্থে। পাশাপাশি লেখক তাঁদের ভাষ্য থেকে তুলে এনেছেন দেশের প্রতি তাঁদের ভালোবাসা, কষ্টের অনুভূতি ও পরবর্তী প্রজম্মের প্রতি আশাবাদ আর স্বপ্নগুলোকে।
১৯৭১: যুদ্ধাহতের বয়ান-গ্রন্থটিতে উল্লেখিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বয়ানগুলো মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে অনন্য ভূমিকা রাখবে।
১৯৭১: যুদ্ধাহতের বয়ান
গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন : আদিত্য অন্তর
প্রকাশক : ইত্যাদি গ্রন্থ প্রকাশ (বইমেলায় প্যাভিলিয়ন-০২)
বইয়ের ধরণ : প্রবন্ধগ্রন্থ
পৃষ্ঠা : ১৪৩
আলোকচিত্র : প্রতিটি লেখার সঙ্গে আলোকচিত্র রয়েছে
বাঁধাই : উন্নতমানের বোর্ড বাঁধাই
কাগজের ধরণ : অফসেট
প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০১৬
মূল্য : ২৫০ টাকা
ঘরে বসে বইটি কিনতে : রকমারি.কম
© 2016 – 2018, https:.