ভিডিও
খাগড়াছড়ির আলুটিলা গুহায়
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা হতে ৭ কিলোমিটার পশ্চিমে সমুদ্র সমতল হতে ৩০০০ ফুট উচ্চতা বিশিষ্ট আলুটিলা বা আরবারী পাহাড়ে আলুটিলা গুহা অবস্থিত। স্থানীয়রা একে বলে মাতাই হাকড় বা দেবতার গুহা। এই গুহাটি খুবই অন্ধকার ও শীতল। কোন প্রকার সূর্যের আলো প্রবেশ করে না বলে মশাল নিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। বেড়াতে এসে সহধর্মীনি ও কন্যারা কোনোভাবেই ঢুকবে না গুহাটিতে। তাই তাদেরকে গুহার ভেতরের অবস্থা দেখানোর ইচ্ছা থেকেই এই ভিডিওটি করা। আপনিও দেখে নিতে পারেন।
© 2016 – 2018, https:.