ভিডিও
শিশু সাংবাদিক পৃথা প্রণোদনা ও আজমল তানজীম সাকিরের মুখোমুখি শান্তিতে নোবেলজয়ী কৈলাস সত্যার্থী
২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান কৈলাস সত্যার্থী। শিশুদের অধিকার নিশ্চিত করতে, প্রায় ক্রীতদাস শিশুদের মুক্ত ও পুনর্বাসনে তিনি কাজ করছেন নিরলসভাবে। এবার ঢাকা এসেছিলেন ‘১০ কোটি শিক্ষা বঞ্চিত মানুষের জন্য আমরা দশ কোটি’ শীর্ষক কর্মসূচিতে। বিশ্বের বিভিন্ন প্রান্তের অধিকার বঞ্চিত ১০ কোটি শিশুর জীবন মান উন্নয়নে বাংলাদেশের ৬০ লাখ যুবাকেও উদ্যোগী করার কাজ করছেন।
শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করে শান্তিতে নোবেলজয়ী কৈলাস সত্যার্থীর সঙ্গে মুখোমুখি কথা বলেছেন হ্যালো ও প্রিজম ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দুজন শিশু সাংবাদিক পৃথা প্রণোদনা ও আজমল তানজীম সাকির। ৫ এপ্রিল ২০১৭ তারিখ রাতে হোটেল লেক শো-তে মুখোমুখি হয় এ দুই শিশু সাংবাদিক।
তথ্যসূত্র ও ভিডিও : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
© 2017 – 2018, https:.