কার্যচিত্র
বন্যায় পাল্টে যাওয়া হাওরের জীবনচিত্র
ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোণার মদন উপজেলায় বাঁধ ভেঙে তলিয়ে গেছে ১৩টি গ্রামের বোরো ফসল। ফলে এ উপজেলায় মানুষের জীবনচিত্র আজ পাল্টে গেছে। হাওরবাসীর দাবী, সরকার যেন এলাকাগুলোকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা দিয়ে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা প্রদান করে। হাওরে বোরো ফসলের খেতে এখন নৌকা চলছে। ছবিটি গত ১১ এপ্রিল ২০১৭ তারিখে মদন উপজেলার তিয়শ্রী ও বোয়ালী ইউনিয়নের মধ্যবর্তী হাওর অঞ্চল থেকে তোলা।
ছবি : সালেক খোকন
© 2017 – 2018, https:.