১৯৭১ : রক্তমাখা যুদ্ধকথা
দীপংকর গৌতম
১৯৭১ : রক্তমাখা যুদ্ধকথা : সালেক খোকন। প্রকাশক : সময় প্রকাশন। প্রচ্ছদ : ধ্রুব এষ। মূল্য : ৩৬০ টাকা
মুক্তিযুদ্ধ বাঙালির হাজার বছরের সংগ্রামের সফল পরিণতি। জাতিসত্তার পরিচয় এটাই। ইতিহাসের জন্ম আমাদের মুক্তিসংগ্রাম। মুক্তিযুদ্ধ নিয়ে পরিপূর্ণ কোনো কাজ হয়েছে বলে আমার জানা নেই। এখনো মাটি খুঁড়লে বের হয় শহীদদের হাড় ও খুলির বৃত্তান্ত। এখনো অযুত তোলপাড় করা মুক্তিযোদ্ধা রয়েছেন। যাঁর মরণপণ যুদ্ধের কাহিনি আমরা জানি না। মুক্তিযুদ্ধের বয়স অর্ধশত বছর হয়ে গেল, আর কবে জানব আমরা? জানার এ নেশায় চুর লেখক-গবেষক সালেক খোকন।
বাংলাদেশের পথে-প্রান্তরে ঘুরে যাঁরা শেকড়ের সন্ধান করেন, তিনি তাঁদের অগ্রবর্তী। এই মেলায় প্রকাশিত হয়েছে তাঁর মুক্তিযুদ্ধের আরেক গবেষণাকর্ম ‘১৯৭১ : রক্তমাখা যুদ্ধকথা’। একেবারে মাঠ থেকে তুলে আনা সব তাজা ইতিহাস। যা এত দিন জানেনি কেউ। যে কারণে তাঁর বইটি একেবারেই ভিন্ন। প্রতিটি লেখা পড়তে পড়তে শরীর নিস্তেজ হয়ে আসতে চায়, অথচ এসব যোদ্ধা—যাঁরা দেশকে ভালোবেসে জীবন দিতে চলে গিয়েছিলেন যুদ্ধে, কে তাঁদের খবর রেখেছে! সম্পূর্ণ ভিন্ন মাত্রার এই গবেষণাগ্রন্থে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যুদ্ধাহত বীরের যুদ্ধস্মৃতি, জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম, শ্রেণিহীন সমাজ গঠনের প্রত্যয় ও অন্যান্য ভাবনাপুঞ্জ সুচারুভাবে বর্ণিত হয়েছে। রচনাগুলো আকর্ষণীয়, সুখপাঠ্য কিন্তু বেদনাবহ। গ্রন্থভুক্ত মুক্তিযোদ্ধারা পৌরাণিক কোনো চরিত্র নন, বরং বাঙালি বীর। তাঁদের রক্ত, ঘাম, ত্যাগে সৃষ্ট বাংলাদেশ আজ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাঁর লেখা একজন বীরযোদ্ধার কাহিনি বর্ণনার মধ্যে বইটির প্রতিটি ঘটনার ঘনঘটার কথা বোঝা যাবে।
সরল গদ্য ঢঙে কথোপকথন রীতির লেখা রচনাগুলো থেকে একজন সত্যসন্ধানী গবেষকের মননচর্চার পরিচয় পাওয়া যাবে।
লেখাটি প্রকাশিত হয়েছে দৈনিক কালেরকন্ঠের শিলালিপিতে, প্রকাশকাল: ২৩ ফেব্রুয়ারি, ২০১৮
© 2018, https:.