১৯৭১: যাঁদের ত্যাগে এলো স্বাধীনতা
১৯৭১ সালে বাংলার জমিনে পাকিস্তানী সেনাবাহিনীকে পরাভূত করেছিলেন যাঁরা, তাঁদের বীরত্বগাঁথা নিজ বয়ানে তুলে ধরার পাশাপাশি প্রত্যাশা ও প্রাপ্তির বিবরণ গ্রন্থটিকে ভিন্নমাত্রা দিয়েছে। গ্রন্থভুক্ত মুক্তিযোদ্ধারা পৌরাণিক কোনো চরিত্র নয়, বরং বাঙালি বীর। তাঁদের রক্ত, ঘাম, ত্যাগে সৃষ্ট বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজকের সবকিছুই আগামীর ইতিহাসের অংশ হবে তা নয়, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস অনাদিকাল পর্যন্ত আমাদের আলোড়িত করবে। – এম এন কোরেশী, উদ্যোক্তা, গেরিলা ১৯৭১
বইয়ের নাম : ১৯৭১: যাঁদের ত্যাগে এলো স্বাধীনতা
প্রচ্ছদ এঁকেছেন : সব্যসাচী হাজরা
প্রকাশক : কথাপ্রকাশ (বইমেলায় প্যাভিলিয়ন-১৫)
বইয়ের ধরণ : মুক্তিযুদ্ধের আকরগ্রন্থ
পৃষ্ঠা : ১৯২ পৃষ্ঠা
আলোকচিত্র : লেখার সঙ্গে আলোকচিত্র রয়েছে
বাঁধাই : উন্নতমানের বোর্ড বাঁধাই
কাগজের ধরণ : উন্নতমানের ১০০গ্রাম অফসেট
প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০১৯
ISBN : ৯৮৪-৭০১-২০০-৮৫০৮
মূল্য : ৩০০ টাকা, ২৫% ডিসকাউন্ডে দাম হবে ২২৫ টাকা
ঘরে বসে বই কিনতে অর্ডার করুন কথাপ্রকাশে: হটলাইন (01700580929), লিংক
ঘরে বসে বই কিনতে অর্ডার করুন দারাজে: daraza
ঘরে বসে বই কিনতে অর্ডার করুন বাতিঘরে: baatighar
বইটি নিয়ে সময় টিভিতে আলোচনার ভিডিও:
সাম্প্রতিক সময়ে যে ক’জন গুণী মানুষ একক প্রচেষ্টায় গবেষণার মাধ্যমে মুক্তিযুদ্ধকে বিমূর্ত করার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তাঁদের অন্যতম লেখক ও গবেষক সালেক খোকন। সাধারণের আড়ালে থেকে যাওয়া মুক্তিযোদ্ধাদের স্মৃতিকথা তুলে আনার ক্ষেত্রে তিনি বহু বছর ধরে নিয়োজিত। নিভৃতচারী লেখক নিরলস প্রচেষ্টায় আমাদের ‘গৌরব ও বেদনার’ মহান মুক্তিযুদ্ধের অনালোচিত মানুষের কথা তুলে আনার ব্রতী হয়েছেন, যাঁরা ছিলেন অন্তরালে।
১৯৭১: যাঁদের ত্যাগে এলো স্বাধীনতা গ্রন্থটি পাঠ করতে গিয়ে হাত মুষ্টিবদ্ধ হয়েছে অজান্তেই। ১৯৭১ সালে বাংলার জমিনে পাকিস্তানী সেনাবাহিনীকে পরাভূত করেছিলেন যাঁরা, তাঁদের বীরত্বগাঁথা নিজ বয়ানে তুলে ধরার পাশাপাশি প্রত্যাশা ও প্রাপ্তির বিবরণ গ্রন্থটিকে ভিন্নমাত্রা দিয়েছে। গ্রন্থভুক্ত মুক্তিযোদ্ধারা পৌরাণিক কোনো চরিত্র নয়, বরং বাঙালি বীর। তাঁদের রক্ত, ঘাম, ত্যাগে সৃষ্ট বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধের নির্মোহ ইতিহাস বিনির্মাণে লেখকের যে পবিত্র চেষ্টা অব্যাহত আছে, তাতে এ গ্রন্থ নিঃসন্দেহে গতি আনবে। আজকের সবকিছুই আগামীর ইতিহাসের অংশ হবে তা নয়, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস অনাদিকাল পর্যন্ত আমাদের আলোড়িত করবে।
গ্রন্থটিতে লেখক সুনিপুণ মুন্সিয়ানায় আমাদের গৌরবের মহান একাত্তরকে বাস্তবতার পটভূমিতেই রেখে সত্য আবহ দিতে সক্ষম হয়েছেন। গ্রন্থে রণাঙ্গনের যোদ্ধাদের নিজ বর্ণনায় তৎকালীন প্রেক্ষাপটের তথ্যের পাশাপাশি বিভিন্ন দলিল ও আলোকচিত্র উঠে এসেছে, যা নিঃসন্দেহে আগামী ও বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে সহায়ক ভূমিকা রাখবে।
এনটিভিবিডি ডটকমের সংবাদ, প্রকাশকাল: ০৬ ফেব্রুয়ারি ২০১৯
বাংলা ট্রিবিউনের সংবাদ, প্রকাশকাল: ১২ ফেব্রুয়ারি ২০১৯
কালেরকণ্ঠের সংবাদ, প্রকাশকাল: ১১ ফেব্রুয়ারি ২০১৯
জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের সংবাদ, প্রকাশকাল: ১৬ ফেব্রুয়ারি ২০১৯
সমকালের সংবাদ, প্রকাশকাল: ১৬ ফেব্রুয়ারি ২০১৯
দৈনিক প্রথমআলো, প্রকাশকাল: ১৯ ফেব্রুয়ারি ২০১৯
দৈনিক কালেরকণ্ঠের শিলালিপি, প্রকাশকাল: ২২ ফেব্রুয়ারি ২০১৯
দৈনিক ইত্তেফাকের সংবাদ, প্রকাশকাল: ২৭ ফেব্রুয়ারি ২০১৯
———-
© 2019 – 2021, https:.