১৯৭১: রক্ত, মাটি ও বীরের গদ্য
সাক্ষাৎকার পড়তে যাদের একঘেয়ে লাগে, তাদের ধারণা পাল্টাবে। সালেক খোকনের লেখাগুলো পাঠককে চুম্বকের মতো ঐতিহাসিক একাত্তরের গহিনে নিয়ে যাবে, পাঠক পাবেন একটা পুরো জীবন; যে জীবন যোদ্ধার, স্বপ্নের, ক্লান্তি, প্রাপ্তি-অপ্রাাপ্তি ও দর্শনের। ———তন্ময় ইমরান, সাংবাদিক ও গল্পকার
বইয়ের নাম : ১৯৭১: রক্ত, মাটি ও বীরের গদ্য
প্রচ্ছদ : সব্যসাচী হাজরা
প্রকাশক: কথাপ্রকাশ
বইয়ের ধরণ: মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণাগ্রন্থ
পৃষ্ঠা: ২০৫
আলোকচিত্র : লেখার সঙ্গে আলোকচিত্র রয়েছে
বাঁধাই: উন্নতমানের বোর্ড বাঁধাই
ISBN : ৯৭৮-৯৮৪-৫১০-০০০-৭
প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০২০
মূল্য : ৩৫০ টাকা
কথাপ্রকাশ থেকে ঘরে বসে কিনতে অর্ডার করুন: 01700580929, লিংক
ঘরে বসে কিনতে অর্ডার করতে পারেন দারাজে: daraz
ঘরে বসে কিনতে অর্ডার করতে পারেন বাতিঘরে: হটলাইন 01737-317841: baatighar
ঘরে বসে কিনতে অর্ডার করতে পারেন প্রথমায়: হটলাইন +8801988337733, লিংক
ঘরে বসে কিনতে অর্ডার করতে পারেন রকমারিতে: হটলাইন 16297, লিংক
মুক্তিযুদ্ধের নিরপেক্ষ ইতিহাস ও সাহিত্য সম্পর্কে অনেকের ধারণাই স্পষ্ট নয়। স্বাধীনতা-উত্তরকালে রচিত ও হাতের কাছে পাওয়া পঠিত মুক্তিযুদ্ধ-সাহিত্যগুলোর অধিংকাংশই স্মৃতি-আশ্রয়ী এবং আবেগে ভরপুর। সত্যিকার বস্তুনিষ্ঠ ইতিহাস মাঠপর্যায় থেকে তুলে আনার চেষ্টা খুব বেশি হয়নি। সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সাহায্য করবে মুক্তিযুদ্ধ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীবিষয়ক গবেষক সালেক খোকনের ১৯৭১: রক্ত, মাটি ও বীরের গদ্য গ্রন্থটি।
সাক্ষাৎকারের মধ্য দিয়ে একাত্তরের রণাঙ্গনের চিত্র ফুটিয়ে তোলাটা বাংলাদেশে নতুন কিছু নয়। কিন্তু সালেক খোকনের সরল গদ্যে লেখা মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকারগুলো সাক্ষাৎ এক একটি ফিল্মের স্ক্রিপ্ট যেন। ছোট ছোট দৃশ্যকল্পের মধ্য দিয়ে তিনি তুলে ধরেছেন মুক্তিযোদ্ধাদের শৈশব, কৈশোর, যুদ্ধে যাওয়ার প্রস্তুতি, রণাঙ্গনের স্মৃতি, বীরত্ব, প্রাপ্তি ও অপ্রাপ্তি, বর্তমান অবস্থাসহ খুঁটিনাটি অনেক বিষয়। জাত-পাত, লিঙ্গ, সামাজিক ও অর্থনৈতিক অবস্থান উপেক্ষা করে সাক্ষাৎকারের মানুষ হিসেবে তিনি বেছে নিয়েছেন-একাত্তরের রণাঙ্গনে আহত ও বীরত্ব দেখানো মুক্তিযোদ্ধাদের। দলিল ও মুক্তিযুদ্ধের আলোকচিত্র নিয়ে এ গ্রন্থে সন্নিবেশিত করা হয়েছে সাব-সেক্টর কমান্ডার, বীরপ্রতীক, যুদ্ধাহত, বিএলএফ কমান্ডার, নারী মুক্তিযোদ্ধাসহ সতেরোজন মুক্তিযোদ্ধাকে নিয়ে লেখাগুলো।
সাক্ষাৎকার পড়তে যাদের একঘেয়ে লাগে, তাদের ধারণা পাল্টাবে। সালেক খোকনের লেখাগুলো পাঠককে চুম্বকের মতো ঐতিহাসিক একাত্তরের গহিনে নিয়ে যাবে, পাঠক পাবেন একটা পুরো জীবন; যে জীবন যোদ্ধার, স্বপ্নের, ক্লান্তি, প্রাপ্তি-অপ্রাাপ্তি ও দর্শনের।
গ্রন্থটি নিয়ে ২০ ডিসেম্বর ২০১৯ তারিখে দৈনিক কালেরকন্ঠে প্রকাশিত রিভিউ পড়তে লিংক
গ্রন্থটি নিয়ে ১৭ জানুয়ারি ২০২০ তারিখে দৈনিক দেশ রূপান্তরে প্রকাশিত পরিচিতি:
সারাদেশের যেখানে পাওয়া যাবে গ্রন্থটি :
© 2019 – 2021, https:.