যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ শহিদউল্লাহ’র সঙ্গে
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ শহিদউল্লাহ। তার শৈশব ও কৈশোর কেটেছে ঢাকার নাখালপাড়ায়। একাত্তরে মার্চের শুরুতেই কিছু সেনা সদস্য গোপনে হাজি মহসিন থেকে গোলাবারুদ এনে লুকিয়ে রাখে নাখালপাড়ার বাড়িগুলোতে। সেগুলো ব্যবহার করা হয় প্রতিরোধ অপারেশনে। ২৫ মার্চ রাতে গাছ কেটে রাস্তায় বেরিকেট তৈরি করছিল শহিদুল্লাহরা। কিন্তু পাকিস্তান সেনারা তা গুড়িয়ে দেয়। এরপর স্হানীয় শান্তিকমিটির নেতার হুমকিতেও ভয় পায় না শহিদউল্লাহ। জীবনকে তুচ্ছ করে কাজ করেন স্বাধীনতার জন্য। আসামের লোহারবন থেকে ২৮দিনের বেসিক ট্রেনিং শেষে ২২দিনের জুনিয়ার লিডারশীপ ট্রেনিং করেন এই বীর যোদ্ধা। চার নম্বর সেক্টরের জালালপুর সাব সেক্টরের অধীনে তিনি যুদ্ধ করেন সিলেটের কানাইঘাট, আটগ্রাম প্রভৃতি এলাকায়। এক অপারেশনে পাকিস্তানি সেনাদের শেলের অসংখ্য স্প্লিন্টারে বিদ্ধ হয় তার ডান পায়ের হাঁটুর ওপরের অংশে। একাত্তরের সেসব অজানা ইতিহাস এ বীর তুলে ধরেন তিন ঘন্টার আলাপচারতায়। এই বীর সন্তানদের রক্তের বিনিময়েই আমরা পেয়েছি প্রিয় দেশ বাংলাদেশকে।
© 2020, https:.