আলোকচিত্রকার্যচিত্র
‘আদিবাসী লোককথা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান
৯ মার্চ ২০২২ তারিখ বিকেল ৫টায় বেঙ্গল বই-এর আয়োজনে আলাপে বিস্তারে অনুষ্ঠানে বেঙ্গল পাবলিকেশন্স থেকে প্রকাশিত নতুন দুটি বই এর মোড়ক উন্মোচন ও আলোচনা। গ্রন্থকার সালেক খোকন এর ‘আদিবাসী লোককথা’ এবং মইনুল হাসানের ‘শঙ্খজীবন’ নিয়ে এবারের আলোচনায় অতিথি হিসেবে ছিলেন মইনুদ্দীন খালেদ এবং আনোয়ারা সৈয়দ হক। অনুষ্ঠানটি সঞ্চালন করেন লুভা নাহিদ চৌধুরী।
ভিডিও: আদিবাসী লোককথা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান
© 2022, https:.