শেরিফ আল সায়ার
বাঙালির ইতিহাস গৌরবের, তবে লেখা হয়েছে রক্ত দিয়ে। বাংলাদেশ নামটা হুট করে পাওয়া কোনো নাম নয়। ভাষা আন্দোলন দিয়ে, তার অধিকার আদায়ের যাত্রা শুরু করে ১৯৭১-এর মোহনায় নিজেকে ভাসিয়ে দিয়েছে বাংলার জনতা। তারা মুক্তি চেয়েছিল।
তাই নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেকে বিলিয়ে দিতে পিছপা হয়নি। তবে দুঃখের বিষয় হলো, বাঙালির তথা বাংলাদেশের বীরত্বের এই ইতিহাস বারবার কলুষিত হয়েছে, ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। সাধারণের বীরত্বের গল্পগুলো হারিয়ে গেছে প্রভাবশালীদের ভিড়ে। লেখক, গবেষক সালেক খোকন দীর্ঘদিন ধরে সেই সাধারণের বীরত্বের গল্পই তুলে আনার কাজ করে যাচ্ছেন। দীর্ঘ ১১ বছর ধরে কাজ করে ১১টি সেক্টরের ১১১ জন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার গল্প সংগ্রহ করেন লেখক। সেসব নিয়েই তাঁর গ্রন্থ ‘৭১-এর আকরগ্রন্থ’।
মুক্তিযুদ্ধের ইতিহাস যেভাবে রাজনীতি কিংবা রাজনীতিবিদদের মাধ্যমে কলুষিত হয়েছে, তাতে হারিয়ে যাচ্ছে প্রকৃত বীরদের গল্প। এই যে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে গিয়ে বহু বীর নিজের শরীরে ক্ষত করেছেন, দীর্ঘ ৫০ বছরে তাঁদের প্রতি রাষ্ট্রীয় অবহেলায় এখন হৃদয়ও ক্ষতবিক্ষত। তবু তাঁরা একটি সুন্দর, সমৃদ্ধ দেশের স্বপ্ন দেখে চলেন।
তাঁদের গল্পগুলো পড়লে তরুণ প্রজন্মের সামনে উন্মুুক্ত হতে শুরু করবে নানা অজানা অধ্যায়। যেমন—যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল মো. শাহজাহান মিয়া তাঁর ভাষ্যে উল্লেখ করেছেন কিভাবে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পুলিশ বাহিনী পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে হালকা অস্ত্র নিয়েই সাহসের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছিল।
শুধু তা-ই নয়, মুক্তিযোদ্ধারা গ্রামের পর গ্রাম হেঁটেছেন, কষ্ট করে থেকেছেন, যুদ্ধ করেছেন। তাঁদের এই যুদ্ধে শরিক হয়েছেন গ্রামবাংলার অনেক সাধারণ মানুষ। যেমন—যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রুহুল আহম্মদ বাবু তাঁর যুদ্ধের গল্প বলতে গিয়ে এমনই এক তথ্য সামনে হাজির করেন। তাঁর গল্পে জানা যায়, একবার নদী পার হওয়ার জন্য নৌকা পাচ্ছিলেন না তাঁরা। কারণ গ্রামের মানুষ নৌকা পানিতে ডুবিয়ে রাখত ভয়ে। নদী পার হতে না পেরে যখন মুক্তিযোদ্ধারা বিপদে পড়েছিলেন, ঠিক তখন পাশের ঝোপ থেকে বেরিয়ে আসেন এক নারী। সেই নারী জীবনের ঝুঁঁকি নিয়ে নদীর যেখানে নৌকাগুলো আছে, সেগুলো তুলে নিতে বলেন। এর পরই মেয়েটি অন্ধকারে হারিয়ে যান। রুহুল আহম্মদ বাবুর কাছে সেই মেয়েটিও একজন বীর মুক্তিযোদ্ধা।
এমনই সব অজানা অধ্যায় উঠে আসে সালেক খোকনের গ্রন্থে। ঝরঝরে গদ্যে গল্পের মতো করে তুলে ধরেছেন একের পর এক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের গল্প। প্রতিটি অধ্যায়ের শেষে মুক্তিযোদ্ধা সম্পর্কে সংক্ষিপ্ত তথ্যও তুলে ধরেছেন।
৭১-এর আকরগ্রন্থ : সালেক খোকন। প্রকাশক : কথাপ্রকাশ। প্রচ্ছদ : আনিসুজ্জামান সোহেল। মূল্য : ১৫০০ টাকা।
লেখাটি প্রকাশিত হয়েছে দৈনিক কালেরকণ্ঠের শিলালিপিতে, প্রকাশকাল:১৫ জুলাই ২০২২
© 2022, https:.