প্রকাশিত গ্রন্থ
আদিবাসী উৎসবকথা
‘বৈসাবি’কি কোনো উৎসবের নাম? কড়াদের ‘কারমা’ উৎসবটি কেমন? ‘ওয়ানগালা’ ও ‘বাহাপরব’ কাদের উৎসব? কোন উৎসবে, কেন গো-হত্যা করা হয়? সমতল ও পাহাড়ের আদিবাসীদের ৩৬টি উৎসবের আদ্যোপান্তসহ উৎসব নিয়ে কৌতূহলী পাঠকের নানা প্রশ্নের উত্তর রয়েছে এই গ্রন্থে।
আদিবাসী উৎসবকথা
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা
প্রকাশক: কথাপ্রকাশ
মলাট মূল্য: ৩৫০ টাকা
পৃষ্ঠা: ১৬০, প্রতিটি লেখায় আলোকচিত্র রয়েছে।
পাওয়া যাবে: কথাপ্রকাশ, বেঙ্গল বই, বাতিঘর, রকমারি, সারাদেশের বই বিপনিতে।
আদিবাসীদের রয়েছে হাজার বছরের ঐতিহ্যে লালিত নিজস্ব আচার, উৎসব ও সংস্কৃতি। দারিদ্র্য ও সংখ্যাগরিষ্ঠের আগ্রাসী সংস্কৃতির চাপে তা আজ প্রায় বিপন্ন। তবুও তারা ধরে রেখেছেন নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য ও উৎসবগুলো। উৎসবের পেছনে লুকিয়ে রয়েছে তাদের বিশ্বাসের চমৎকার সব মিথ। এগুলো যেমন অভিনব তেমনি বিস্ময়করও।
লেখক ও গবেষক সালেক খোকন আদিবাসী বিষয় নিয়ে কাজ করছেন এক যুগেরও অধিক সময় ধরে। এ গ্রন্থে তিনি নিরন্তর গবেষণা ও আদিবাসী গ্রাম ঘুরে তুলে এনেছেন সমতল ও পাহাড়ের আদিবাসীদের ৩৬টি উৎসবকে। উৎসবগুলোতে আদিবাসী আচার, গান ও আদি বিশ্বাসের মিথগুলো আলোকচিত্রসহ সন্নিবেশ করা হয়েছে অভিনব এই গ্রন্থে।
‘আদিবাসী উৎসবকথা’ যে কোনো পাঠকের জন্য একটি সুপাঠ্য ও অনন্য গ্রন্থ। গবেষণা-সাহিত্যেও একটি উল্লেখযোগ্য সংযোজন।
© 2023, https:.