প্রকাশিত গ্রন্থ

১৯৭১: রণাঙ্গনের লড়াই

১৯৭১: রণাঙ্গনের লড়াই

প্রচ্ছদ: সব্যসাচী হাজরা

প্রকাশক: কথাপ্রকাশ

পৃষ্ঠা সংখ্যা: ৪৮৬, মুদ্রিত মূল্য: ৮০০টাকা, বিক্রয় মূল্য : ৬০০টাকা

অর্ডার করলে বইটি বাড়িতে পৌঁছে দেয়ার দায়িত্ব নিচ্ছে কথাপ্রকাশ।

অর্ডার করুন এখানে: কথাপ্রকাশের ফেসবুক পেজ : kathaprokash   ওয়েবসাইট : kathaprokash.com

বা 01324254631, 01718315526 নম্বরে কল করুন। এছাড়া পাওয়া যাবে সারাদেশের বই বিপনিগুলোতেও।

প্রকাশক: কথাপ্রকাশ

উনিশ’শ একাত্তরে যুদ্ধ করেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। রক্ত দিয়ে রচিত হয়েছে বাংলাদেশ নামক স্বাধীন দেশের মানচিত্র। তাই আমাদের মানচিত্র রক্তের মানচিত্র, ত্রিশ লক্ষ শহীদের মানচিত্র, দুই লক্ষ মা-বোনের নির্যাতনের বিনিময়ে পাওয়া মানচিত্র। এ কারণেই মুক্তিযুদ্ধ আমাদের গৌরব ও সাহসের ইতিহাস। পরবর্তীতে নানা আন্দোলন সংগ্রাম, বৈষম্য ও অন্যায়ের প্রতিবাদে সেই সাহসই সঞ্চারিত হয়েছে প্রজন্মের মাঝে।

একাত্তরে মুক্তির লড়াইয়ে আমাদের বিজয়ের পেছনে ছিল বহু মুক্তিযোদ্ধার দুঃসাহসী অংশগ্রহণ। কিন্তু সমাজের কোন শ্রেণির মানুষ, কীভাবে এবং কোথায় ট্রেনিং নিয়েছিল? সেই ট্রেনিং কি খুব সহজ ছিল? ট্রেনিং শেষে কোন কোন এলাকায় কীভাবে লড়াই করে মুক্তিযোদ্ধারা? সে লড়াই কতটা ভয়ার্ত ছিল? সাধারণ মানুষ কীভাবে যুক্ত ছিল রণাঙ্গনে? এমন নানা প্রশ্নের উত্তর খুঁজতেই প্রায় শতাধিক মুক্তিযোদ্ধার মুখোমুখি হয়েছি গত পাঁচ বছরে। যোদ্ধার চোখে দেখার চেষ্টা করেছি মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে।

তাঁদের সেই ভাষ্য থেকেই ৬৬টি শিরোণামে মুক্তিযুদ্ধের শতাধিক অপারেশনের ঘটনা তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক নতুন গবেষণাগ্রন্থ ‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’ এ। মুক্তিযুদ্ধের সত্যিকার বস্তুনিষ্ঠ ইতিহাস জানার সীমাবদ্ধতা কাটাতে এ বইটি বিশেষ সহায়ক ভূমিকা রাখবে।

প্রচ্ছদ: সব্যসাচী হাজরা, প্রকাশক: কথাপ্রকাশ

বইটির ফ্ল্যাপ :

এদেশে যে কজন গুণী মানুষ একক প্রচেষ্টায় গবেষকের দৃষ্টিতে মুক্তিযুদ্ধের বিস্মৃত ইতিহাস তুলে আনার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তাঁদের মধ্যে সালেক খোকন অগ্রগণ্য। নিভৃতচারী এ লেখক এক যুগেরও অধিক সময় ধরে মুক্তিযুদ্ধে আমাদের গৌরব, বেদনা ও সাহসের ইতিহাস শোনাতে ব্রতী হয়েছেন, যা ছিল অন্তরালে।

এক সাগর রক্তের বিনিময়ে অর্জন করা স্বাধীন দেশ, বাংলাদেশ। মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের ইতিহাস, আমাদের শেকড়। উনিশশ একাত্তরে মুক্তির লড়াইয়ে আমাদের বিজয়ের পেছনে ছিল বহু মুক্তিযোদ্ধার দুঃসাহসী অংশগ্রহণ। কিন্তু সমাজের কোন শ্রেণির মানুষ কীভাবে সে যুদ্ধে অংশ নিয়েছিলেন, তাঁদের ট্রেনিং কতটা কঠিন ছিল, কোন কোন এলাকায় কীভাবে লড়াই করেছিলেন মুক্তিযোদ্ধারা, সে লড়াই কতটা ভয়ার্ত ছিল-এমন নানা প্রশ্নের উত্তর মিলবে লেখক ও গবেষক সালেক খোকন রচিত নতুন গবেষণাগ্রন্থ  ‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’ এ।

প্রকাশক: কথাপ্রকাশ

পাঁচ বছরের অধিককাল ধরে লেখক প্রায় শতাধিক মুক্তিযোদ্ধার মুখোমুখি হয়ে যোদ্ধার চোখে দেখার চেষ্টা করেছেন একাত্তরের রণাঙ্গনকে। নতুন এ বইটিতে মুক্তিযোদ্ধাদের সেই ভাষ্য থেকেই ৬৬টি শিরোণামে শতাধিক লড়াইয়ের ঘটনা সরল গদ্যে তুলে ধরা হয়েছে। বইটির লেখাগুলো পাঠককে চুম্বকের মতো নিয়ে যাবে ঐতিহাসিক একাত্তরের গহিনে, পাঠক পাবেন একটা পুরো জীবন; যে জীবন যোদ্ধার, স্বপ্নের, লড়াই ও দর্শনের। যা যে-কোনো বয়সি পাঠকের মনে উন্মেষ ঘটাবে দেশ ও মানুষের প্রতি প্রদীপ্ত অঙ্গীকার।

‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’ বইটি মুক্তিযুদ্ধের এক অনন্যদলিল।

সেলিং পয়েন্ট: ‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’ আদতে মুক্তিযুদ্ধকালীন ১১টি সেক্টরের শতাধিক লড়াইয়ের রক্তাক্ত স্মৃতি, যুদ্ধের প্রামাণ্য দলিলÑসেই সাথে ৮৫টি আলোকচিত্রের এক গ্রন্থিত রূপ। তৃণমূলে পাঁচ বছরের অধিককাল মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণার এক পরম ফসল এই গ্রন্থ। যেখানে লেখক মূলত যোদ্ধার চোখে দেখার চেষ্টা করেছেন মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে। এ গ্রন্থের রচনাগুলো শিকড়সন্ধানী ও সুখপাঠ্য কিন্তু বেদনাবহ, যা যে কোনো পাঠককে সচেতনভাবেই নিয়ে যাবে একাত্তরের গহিনে। মুক্তিযুদ্ধের অনন্যদলিল ‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’ সেই সব বাঙালির সংগ্রহে রাখার মতো, যারা দেশকে নিয়ে ভাবেন, দেশকে ভালোবাসেন প্রজন্ম থেকে প্রজন্মে।

‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’ বইটি নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ

০১। দৈনিক আমাদেরসময়,  শিরোনাম-সালেক খোকনের মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণাগ্রন্থ ১৯৭১ : রণাঙ্গনের লড়াই, প্রকাশকাল: ৩১ জানুয়ারি ২০২৫ ।

০২। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, শিরোনাম- মুক্তিযোদ্ধাদের বয়ানে ইতিহাস: ‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’, প্রকাশকাল: ৮ ফেব্রুয়ারি ২০২৫

বিডিনিউজের সংবাদ

০৩। দৈনিক যুগান্তর, শিরোনাম-সালেক খোকনের নতুন বই-‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’, প্রকাশকাল: ২১মার্চ ২০২৫

যুগান্তরের সংবাদ

০৪। দৈনিক কালেরকণ্ঠ, শিরোনাম-সালেক খোকনের মুক্তিযুদ্ধভিত্তিক নতুন বই ‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’, প্রকাশকাল: ২১মার্চ ২০২৫

 

 

কালের কণ্ঠ

০৫। প্রতিদিনের বাংলাদেশ, শিরোনাম-যোদ্ধার চোখে মুক্তিযুদ্ধের ইতিহাস, জানাবে ‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’, প্রকাশকাল: ২১ মার্চ ২০২৫

প্রতিদিনের বাংলাদেশ এর সংবাদ

০৬। দীপ্তনিউজ, শিরোনাম-সালেক খোকনের নতুন বই-‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’,প্রকাশকাল: ২১ মার্চ ২০২৫

দীপ্ত নিউজ

০৭। ঢাকাপোস্ট, শিরোনাম- শেকড়ের ইতিহাস জানতে নতুন বই ‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’,প্রকাশকাল: ২২ মার্চ ২০২৫

ঢাকাপোস্ট

০৮। কালবেলা,শিরোনাম- সালেক খোকনের নতুন বই ‘১৯৭১ : রণাঙ্গনের লড়াই’, প্রকাশকাল: ২১ মার্চ ২০২৫

কালবেলার সংবাদ

০৯। বাংলাট্রিবিউন, শিরোনাম- সালেক খোকনের গবেষণাগ্রন্থ ‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’, প্রকাশকাল: ২৩ মার্চ ২০২৫

বাংলাটিবিউনের সংবাদ

১০। সময়েরআলো, শিরোনাম- শেকড়ের ইতিহাস জানতে নতুন বই ‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’, প্রকাশকাল: ২২ মার্চ ২০২৫

সময়েরআলোর সংবাদ

১১। সংবাদপ্রকাশ, শিরোনাম- একাত্তরকে জানতে নতুন বই ‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’, প্রকাশকাল: ২৭ মার্চ ২০২৫ 

সংবাদ,সংবাদপ্রকাশ

১২। সময়টিভি নিউজ, শিরোনাম- সালেক খোকনের নতুন বই ‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’, প্রকাশকাল: ২১মার্চ ২০২৫

সময়নিউজ

© 2025, https:.

এই ওয়েবসাইটটি কপিরাইট আইনে নিবন্ধিত। নিবন্ধন নং: 14864-copr । সাইটটিতে প্রকাশিত/প্রচারিত কোনো তথ্য, সংবাদ, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Show More

Salek Khokon

সালেক খোকনের জন্ম ঢাকায়। পৈতৃক ভিটে ঢাকার বাড্ডা থানাধীন বড় বেরাইদে। কিন্তু তাঁর শৈশব ও কৈশোর কেটেছে ঢাকার কাফরুলে। ঢাকা শহরেই বেড়ে ওঠা, শিক্ষা ও কর্মজীবন। ম্যানেজমেন্টে স্নাতকোত্তর। ছোটবেলা থেকেই ঝোঁক সংস্কৃতির প্রতি। নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত। যুক্ত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র ও থিয়েটারের সঙ্গেও। তাঁর রচিত ‘যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য’ গ্রন্থটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক মৌলিক গবেষণা গ্রন্থ হিসেবে ‘কালি ও কলম’পুরস্কার লাভ করে। মুক্তিযুদ্ধ, আদিবাসী ও ভ্রমণবিষয়ক লেখায় আগ্রহ বেশি। নিয়মিত লিখছেন দেশের প্রথম সারির দৈনিক, সাপ্তাহিক, ব্লগ এবং অনলাইন পত্রিকায়। লেখার পাশাপাশি আলোকচিত্রে নানা ঘটনা তুলে আনতে ‘পাঠশালা’ ও ‘কাউন্টার ফটো’ থেকে সমাপ্ত করেছেন ফটোগ্রাফির বিশেষ কোর্স। স্বপ্ন দেখেন মুক্তিযুদ্ধ, আদিবাসী এবং দেশের কৃষ্টি নিয়ে ভিন্ন ধরনের তথ্য ও গবেষণামূলক কাজ করার। সহধর্মিণী তানিয়া আক্তার মিমি এবং দুই মেয়ে পৃথা প্রণোদনা ও আদিবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button