প্রকাশিত গ্রন্থ

গৌরব ও বেদনার একাত্তর

গৌরব ও বেদনার একাত্তর
লেখক: সালেক খোকন
প্রচ্ছদ :  মোস্তাফিজ কারিগর
প্রকাশক: কথাপ্রকাশ
মোট পৃষ্ঠা : ২৫৪
কভার টাইপ :Hardcover
ISBN : 9789849945024
Regular Price: Tk.500

Price : Tk. 375

সারাদেশের যেকোন জায়গা থেকে বইটি পেতে সরাসরি কথাপ্রকাশে অর্ডার করুন: কথাপ্রকাশ অনলাইন

পাওয়া যাচ্ছে বাতিঘর, রকমারি, পাঠকসমাবেশ, বেঙ্গল বইসহ সারাদেশের বই বিপনি ও অনলাইন বুকসপে

প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর
প্রকাশক: কথাপ্রকাশ

 

ফ্ল্যাপ:

একাত্তরের গণহত্যায় প্রিয়জনের মৃত্যু দেখেছেন, লাশ টেনেছেন, শহিদদের রক্তে নিজের শরীর ভিজিয়েছিলেন এক প্রত্যক্ষদর্শী। তাকেও হত্যা করা হতো কিন্তু দৈব্যক্রমেই বেঁচে যান তিনি। আরেক শহিদের মাথার মগজটি মাটি থেকে তুলে কাফনে রেখেছিলেন তারই ছোটো ভাই। কী ঘটেছিল রক্তাক্ত ওই দিনগুলোতে?

হৃদয়ে দাগকাটা একাত্তরের এমন মর্মস্পর্শী আটটি গণহত্যার পাশাপাশি পাকিস্তান এয়ারফোর্স থেকে পালিয়ে এসে এক বীরউত্তমের মুক্তিযুদ্ধে যোগদান, মুজিবনগর সরকারে খন্দকার মোশতাকের ভূমিকা, শরণার্থী ক্যাম্পগুলোর অবস্থা, কাজী আরেফদের একাত্তর ও একজন বীর নারীসহ ১০জন মুক্তিযোদ্ধার জীবনের গদ্য সন্নিবেশিত হয়েছে সালেক খোকন রচিত নতুন গবেষণাগ্রন্থ ‘গৌরব ও বেদনার একাত্তর’-এ।

মুক্তিযুদ্ধের বিস্মৃত ইতিহাস তুলে আনার প্রয়াসে লেখক ও গবেষক সালেক খোকন কাজ করছেন এক যুগেরও অধিক সময় ধরে। নিভৃতচারী লেখক নিরলস প্রচেষ্টায় মহান মুক্তিযুদ্ধের অনালোচিত মানুষের কথা ও ঘটনা শোনাতে ব্রতী হয়েছেন, যাঁরা বা যা ছিল অন্তরালে।

‘গৌরব ও বেদনার একাত্তর’ বইটির লেখাগুলো পাঠককে চুম্বকের মতো নিয়ে যাবে ঐতিহাসিক একাত্তরের গহিনে। যা যে কোনো বয়সি পাঠকের মনে উন্মেষ ঘটাবে দেশ ও মানুষের প্রতি প্রদীপ্ত অঙ্গীকার।

প্রকাশক: কথাপ্রকাশ

ব্যাক কাভারের লেখা:

প্রত্যক্ষদর্শী ও শহিদ স্বজনদের ভাষ্যে বেদনাবহ  আটটি গণহত্যার ঘটনা তুলে ধরাসহ এয়ারফোর্সের এক বীরউত্তমের মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকারে খন্দকার মোশতাকের ভূমিকা, শরণার্থী ক্যাম্পগুলোর অবস্থা, কাজী আরেফদের একাত্তর ও একজন বীর নারীসহ ১০জন মুক্তিযোদ্ধার একাত্তরের গৌরবের ইতিহাসের ওপর আলোকবিচ্ছুরণ রয়েছে এই গবেষণাগ্রন্থে।

বিভিন্ন পত্রিকার সংবাদ রিভিউ

০১

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে মঙ্গলবার লেখক ও গবেষক সালেক খোকনের মুক্তিযুদ্ধবিষয়ক বই ‘গৌরব ও বেদনার একাত্তর’ এর মোড়ক উম্মোচন করেন প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।

আলোয় এল সালেক খোকনের ‘গৌরব ও বেদনার একাত্তর’বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-১৭ ডিসেম্বর ২০২৪

০২।

সমকালের সংবাদ

সালেক খোকনের নতুন গবেষণাগ্রন্থ ‘গৌরব ও বেদনার একাত্তর’সমকাল-১১ ডিসেম্বর ২০২৪

০৩।

কালের কন্ঠের সংবাদে

সালেক খোকনের নতুন গবেষণাগ্রন্থ ‘গৌরব ও বেদনার একাত্তর’কালের কণ্ঠ-১১ ডিসেম্বর ২০২৪

০৪। মুক্তিযুদ্ধভিত্তিক নতুন গবেষণাগ্রন্থ ‘গৌরব ও বেদনার একাত্তর’দীপ্ত নিউজ-ডিসেম্বর ২০২৪

০৫।

মুক্তিযুদ্ধভিত্তিক নতুন গবেষণাগ্রন্থ ‘গৌরব ও বেদনার একাত্তর’বাংলা ট্রিবিউন-ডিসেম্বর ২০২৪

০৬।

কালের কণ্ঠের শিলালিপি, ২০ ডিসেম্বর ২০২৪

গৌরব ও বেদনার একাত্তর-কালের কণ্ঠের শিলালিপিতে প্রকাশিত-২০ ডিসেম্বর ২০২৪

০৭।

 

 

 

© 2024, https:.

এই ওয়েবসাইটটি কপিরাইট আইনে নিবন্ধিত। নিবন্ধন নং: 14864-copr । সাইটটিতে প্রকাশিত/প্রচারিত কোনো তথ্য, সংবাদ, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Show More

Salek Khokon

সালেক খোকনের জন্ম ঢাকায়। পৈতৃক ভিটে ঢাকার বাড্ডা থানাধীন বড় বেরাইদে। কিন্তু তাঁর শৈশব ও কৈশোর কেটেছে ঢাকার কাফরুলে। ঢাকা শহরেই বেড়ে ওঠা, শিক্ষা ও কর্মজীবন। ম্যানেজমেন্টে স্নাতকোত্তর। ছোটবেলা থেকেই ঝোঁক সংস্কৃতির প্রতি। নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত। যুক্ত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্র ও থিয়েটারের সঙ্গেও। তাঁর রচিত ‘যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য’ গ্রন্থটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক মৌলিক গবেষণা গ্রন্থ হিসেবে ‘কালি ও কলম’পুরস্কার লাভ করে। মুক্তিযুদ্ধ, আদিবাসী ও ভ্রমণবিষয়ক লেখায় আগ্রহ বেশি। নিয়মিত লিখছেন দেশের প্রথম সারির দৈনিক, সাপ্তাহিক, ব্লগ এবং অনলাইন পত্রিকায়। লেখার পাশাপাশি আলোকচিত্রে নানা ঘটনা তুলে আনতে ‘পাঠশালা’ ও ‘কাউন্টার ফটো’ থেকে সমাপ্ত করেছেন ফটোগ্রাফির বিশেষ কোর্স। স্বপ্ন দেখেন মুক্তিযুদ্ধ, আদিবাসী এবং দেশের কৃষ্টি নিয়ে ভিন্ন ধরনের তথ্য ও গবেষণামূলক কাজ করার। সহধর্মিণী তানিয়া আক্তার মিমি এবং দুই মেয়ে পৃথা প্রণোদনা ও আদিবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to top button