আদিবাসী উৎসব
প্রচ্ছদ : নিয়াজ চৌধুরী তুলি
প্রকাশক : ইত্যাদি গ্রন্থ প্রকাশ (বইমেলায় স্টল নং-৩৭,৩৮,৩৯)
বইটির মূল্য : ২০০ টাকা
নানা বিশ্বাসের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে এ দেশে। আদিবাসীরাও এর অন্তর্ভুক্ত। ভিন্ন এঁদের ভাষা, ভিন্ন এঁদের সংস্কৃতি। সুদীর্ঘকাল থেকে আদিবাসী জনগোষ্ঠীর মানুষের মধ্যে প্রচলিত রয়েছে নানা ধরণের উৎসব ও পূজা-পার্বণ। যার দ্বারা ওই জনগোষ্ঠীর স্বতন্ত্র পরিচয় পাওয়া যায়। যে কোনো ধর্মেরই দুটি প্রধান দিক আছে-বিশ্বাসের দিক আর সক্রিয় আচরণগত দিক। আদিবাসীদের উৎসব ও পূজা-পার্বণ মূলত সক্রিয় আচরণগত দিক হলেও বিশ্বাসের পূর্ণ প্রতিফলন ঘটে সেখানে।
সাধারণত কৃষি, শিকার, নববর্ষ এবং কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় ভাবধারায় আদিবাসীদের বিভিন্ন উৎসব আয়োজন হয়ে থাকে। মূলত সমাজের, গ্রামের এবং নিজস্ব পরিবারের মঙ্গল কামনাই এর উদ্দেশ্য। আবার বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের উৎসবের রীতি-নীতি যেমন স্বতন্ত্র তেমনি উৎসবের পেছনে তাঁদের আদি বিশ্বাসের মিথগুলোও অনন্য। যা সমৃদ্ধ করেছে আদিবাসী সংস্কৃতিকে।
আদিবাসী উৎসবগুলোকে এক মলাটে নিয়ে আসার ইচ্ছে অনেকদিনের। এই গ্রন্থে বিভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠীর উল্লেখযোগ্য ধর্মীয় ও সামাজিক উৎসব, উৎসবের আচার ও গান এবং উৎসবের পেছনের আদি বিশ্বাসের লোককাহিনী বা মিথগুলো সরল গদ্যে তুলে ধরা হয়েছে। যা থেকে যে কোনো পাঠক খুব সহজেই আদিবাসী উৎসবগুলোর আদ্যপান্ত জেনে নিতে পারবেন। এ গ্রন্থটিতে লেখক আদিবাসীদের প্রধান প্রধান উৎসব ও উৎসবের পেছনের মিথগুলো তুলে ধরেছেন সরল গদ্যে অত্যন্ত সুপাঠ্যরূপে।
‘আদিবাসী উৎসব’ যে কোনো পাঠকের জন্য একটি অনন্য গ্রন্থ। গবেষণা- সাহিত্যে একটি উল্লেখযোগ্য সংযোজন।
ঘরে বসে বইটি পেতে > ক্লিক করুন
বইটি নিয়ে সংবাদপত্র বা অনলাইন পত্রিকার সংবাদ:
০১। কালেরকন্ঠের নতুন বইয়ের তালিকায়, প্রকাশকাল:৩০ জানুয়ারি ২০১৫
০২। বাংলাট্রিবিউনের সংবাদ, প্রকাশকাল: ১৪ ফেব্রুয়ারি ২০১৫
০৩। বাংলানিউজ২৪.কমের প্রতিবেদন, প্রকাশকাল: ১৪ ফেব্রুয়ারি ২০১৫
০৪। দি রির্পোট২৪.কমের প্রতিবেদন, প্রকাশকাল: ১৫ ফেব্রুয়ারি ২০১৫
০৫। আমাদেরসময়.কমে-ইন্টারভিউ, প্রকাশকাল: ১৬ ফেব্রুয়ারি ২০১৫
© 2015 – 2018, https:.