ভিডিও
কড়া আদিবাসীদের বিয়ের সংস্কৃতি নিয়ে কথা বলছেন সুনিয়া কড়া
নিশ্চিহ্নপ্রায় কড়া আদিবাসীদের বিয়ের সংস্কৃতি নিয়ে কথা বলেন গোত্রের সুনিয়া কড়া।
এ দেশ থেকে প্রায় হারিয়ে যাচ্ছে একটি জাতি। হারিয়ে যাচ্ছে তাদের ভাষা, সংস্কৃতি, সাহিত্য আর ধর্ম বিশ্বাসগুলো। এমন পটভূমিতে আমারা যাই কড়া আদিবাসীদের পাড়াটিতে। দিনাজপুরের একেবারে সীমান্তবর্তী গ্রাম ঝিনাইকুড়িতে এ আদিবাসী পাড়াটির অবস্থান। একসময় এ জাতির হাজার পরিবার বাস করত দিনাজপুর ও রাজশাহী অঞ্চলের বিভিন্ন এলাকায়। কিন্তু বিভিন্ন সময়ে স্থানীয় বাঙালিদের দ্বারা এদের পূর্বপুরুষদের ভূমি দখল, ভূমিকেন্দ্রিক দ্বন্দ্ব ও প্রাণনাশের হুমকি এবং সীমাহীন দারিদ্র্যর কাছে পরাস্ত হতে থাকে কড়ারা। ফলে প্রায় বাধ্য হয়েই জীবন বাঁচাতে দেশ ছাড়ে তাদের অনেকে। চলে যায় কাঁটাতারের বেড়ার ওপারে– ভারতে। বর্তমানে কড়াদের মাত্র ১৯টি পরিবারে ৮৫জন সদস্য টিকে আছে ঝিনাইকুড়িতে।
© 2016 – 2018, https:.