বীরপ্রতীক ওয়ারেসাত হোসেন বেলালের সঙ্গে
ওয়ারেসাত হোসেন বেলাল। নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের মাননীয় সাংসদ। কিন্তু তার চেয়েও বড় পরিচয় তিনি বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা। আমাদের কাছে উনি বেলাল কাকা।
অন্য ভাইরা যখন বামপন্থী ধ্যানধারণায় উজ্জীবিত তখন তিনি ও ইমিডিয়েট বড় ভাই বাহার ছিলেন ব্যাতিক্রম। ঢাকায় বড় ভাইয়ের কাছে থাকতেন । মোহাম্মদপুর গভমেন্ট স্কুলের ভিপি ছিলেন। দশমশ্রণিতে থাকাকালিন গ্রেফতারও হন। পরে তাকে বের করে আনেন শেখ কামাল। ছাত্রলীগ করতেন। একাত্তরে ছিলেন নারায়গঞ্জ তোলারাম কলেজের প্রথম বর্ষের ছাত্র।সেখানে প্রতিরোধ যুদ্ধেও অংশ নেন তিনি। পরে চলে আসেন নিজ গ্রাম নেত্রকোণার কাজলায়। একাত্তরে ভারতের তুরা ক্যাম্প থেকে হায়ার ট্রেনিং ও এক্সপ্লোসিভের ওপর বিশেষ ট্রেনিং গ্রহণ করেন এই বীর। অতঃপর বাহার নেতৃত্বে একটি গ্রুপের টুয়াইসি হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে হালুয়াঘাট এলাকায় দুর্ধর্ষ সব অপারশন করেন। সহযোদ্ধাদের মৃত্যযন্ত্রণা খুব কাছ থেকে দেখেছেন এ বীরপ্রতীক। সে সব স্মৃতি মনে করে আজও অশ্রুসিক্ত হন। এগার নম্বর সেক্টর গঠিত হলে তিনি চলে যান মহেন্দ্রগঞ্জ। বড় ভাই কর্নেল তাহেরের নেতৃত্বে একাধিক অপারশনেও অংশ নেন।কয়েকদিনে প্রায় ছয়-সাত ঘন্টার আলাপচারিতায় এই সূর্যসন্তান কথা বলেন একাত্তর ও স্বপ্নের বাংলাদেশ নিয়ে। তাঁর বলা অজানা সব তথ্যগুলো ইতিহাসের অকাট্য দলিল হয়েই থাকবে।
© 2020, https:.